শিহাব , জন্ম ২৭/১১/২০০৭ ইং তারিখ। আমার দুটি সন্তানের মধ্যে প্রথম ছেলে সন্তান সে। ও যখন তার মায়ের গর্ভে আসে, তখন আমি খুব লজ্জা পেতাম, এই ভেবে যে কেউ আমাকে বাবা বলে ডাকবে।
কিন্তু ধীরে ধীরে সে লজ্জাটা কেটে গেল। সৃষ্টি হতে লাগল মনের মাঝে এক নতুন অনূভুতি,নতুন আনন্দ, তা লিখে বুঝাতে পারবো না। ও যখন তার মায়ের গর্ভে তখন ওর মাকে আমি খুব Take Care করতাম , একটু ভারি কাজ করলেই বলতাম আমার ছেলেটা কিন্তু কষ্ট পাবে। উল্লেখ্য আমি ওর জন্মের আগেই নাম রেখেছিলাম আত্ববিশ্বাসের উপর ভর করে, যে আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দান করবেন ।
এবং কাকতালিও ভাবে মিলেও গেল ২৭/১১/২০০৭ ইং তারিখ রোজ শুক্রবার দুপুর ১২.৪০ মিনিটে সবার মুখ উজ্জল করে আসলো ধরায়। শুরু হলো নশ্বর জীবন দিন, সপ্তাহ, মাস বছর এভাবে চলতে চলতে আজ তার বয়স ১২ বছর। কিন্তু সেই জন্ম লগ্নের উজ্জল মুখ টা এখন আর নেই। আমি সেই মুখটা আজও খোজি, কিন্তু পাইনা ।
সে বিগত ১৯/০৫/২০১৯ ইং তারিখ থেকে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার AML- এ আক্রান্ত হয়ে শুয়ে আছে C. M. C ভেলোর ( ভারত) হাসপাতালের বেডে। আমি বাবা হিসাবে প্রিয় সন্তানের চিকাৎসার জন্য সমস্ত সহায় সম্পদ বিক্রি করে ৬ মাস ধরে চিকাৎসা চালিয়ে আসছি। কিন্তু ডাক্তার বলেছে আরও তিন মাস চিকাৎসা চালিয়ে যেতে হবে। কিন্তু আমি এখন সর্বশান্ত ১০ দিন চিকাৎসার খরচ চালিয়ে যাবার মত আর্থিক ক্ষমতা আমার নেই। প্রতিদিন ওর চিকাৎসা বাবত খরচ হচ্ছে ১৫০০০ রুপি।
আমি ইতিমধ্যে আমার সন্তানের চিকাৎসার জন্য সমাজের হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আর্জি জানিয়েছি । এবং ইতিমধ্যে অনেকে সাহা্য্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তাদের প্রতি চির ঋনি হয়ে রইলাম……..!
দয়া করে আমার সন্তানের চিকাৎসার জন্য সামর্থ্য অনুযায়ী সাহা্য্য করুন।
বিকাশ নম্বর ০১৭৩৬২২৩৭২৮ পার্সসোনাল। ডাজবাংলা ব্যাংক হিসাবের নাম, নাজমা আক্তার হিসাব নং 24115172758. নেত্রকোনা শাখা।
মানবিক কারণে পোস্টটি শেয়ার করুণ।
আঃ ছালাম মাষ্টারের ভিডিও বার্তা শুনুন…
#সন্তানকে_বাঁচাতে_শিক্ষক_পিতার_হৃদয়স্পর্শী_আঁকুতিআমার শিশু সন্তানের জিবন বাঁচানোর জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৩০০ জন হৃদয়বান মানুষ কি নেই, যারা আমার একমাত্র সন্তানের জিবন বাঁচানোর জন্য আমাকে ১০ হাজার টাকা করে ভিক্ষা দিবেন। আমি আমার সন্তানকে টাকার জন্য মরতে দিতে চাই না …দয়া করুন আমার সন্তানকে। ৭ দিনের মধ্যে টাকা জমা দিতে না পারলে , আমার বুকের মানিককে আর বাঁচাতে পারবো না, এটাই এক অসহায় বাবার সন্তানের জিবন বাঁচানোর শেষ আর্জি আপনাদের নিকট,। । আল্লাহ রহমত করুন। যোগাযোগ/Phone No- 00918110091854ডাসবাংলা ব্যাংক হিসাবের নাম মোসাঃ নাজমা আক্তার, হিসাব নং- 24115172758 নেত্রকোনা শাখা। বিকাস নং- 008801736223728 পারসোনাল। WhatsApp 00918110091854 ইমো নম্বর 00918017537735
Posted by প্রতিদিনের কাগজ on Tuesday, November 26, 2019
আমার শিশু সন্তানের জিবন বাঁচানোর জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের মধ্যে ৩০০ জন হৃদয়বান মানুষ কি নেই, যারা আমার একমাত্র সন্তানের জিবন বাঁচানোর জন্য আমাকে ১০ হাজার টাকা করে ভিক্ষা দিবেন। আমি আমার সন্তানকে টাকার জন্য মরতে দিতে চাই না …
দয়া করুন আমার সন্তানকে। ৭ দিনের মধ্যে টাকা জমা দিতে না পারলে , আমার বুকের মানিককে আর বাঁচাতে পারবো না, এটাই এক অসহায় বাবার সন্তানের জিবন বাঁচানোর শেষ আর্জি আপনাদের নিকট,।
। আল্লাহ রহমত করুন। যোগাযোগ/Phone No- 00918110091854
ডাসবাংলা ব্যাংক হিসাবের নাম মোসাঃ নাজমা আক্তার, হিসাব নং-
24115172758 নেত্রকোনা শাখা। বিকাস নং- 008801736223728 পারসোনাল। WhatsApp 00918110091854 ইমো নম্বর 00918017537735