নওগাঁয় রহস্যজনক ভাবে এক গৃহবধূ মৃত্যু হওয়ার অভিযোগে সন্দেহেমূলক ভাবে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জেলার সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ের এক বাসা থেকে গত রবিবার রাত ১১ টার দিকে খাতিজা (৩০) নামের এক অন্তসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই রাতে বাসায় একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাতিজার লাশ উদ্ধার করে
পুলিশ। সোমবার সকালে লাশের সুরতাহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় সাপাহার থানায় হত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের হয়েছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, রহস্যজনক স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী মহব্বত আলীকে গ্রেফতার করা হয়েছে।