রিপোর্টার নামঃ সাবরিন টুম্পা | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৬ পিএম
একদিন, অপেক্ষায় থাকবো
সেইদিন, তুই আসবি তোর হাত ধরে হাঁটবো
স্বর্গের পথে, মিষ্টি সুবাসে
দু'জন মিলে ভালবাসায় ভাসব।
পথ শেষ, একটু দূরেই ওই পাহাড়,
আঁকব তোকে নিয়ে রংতুলির কত বাহার।
যদি কখনো, ফুরিয়ে যায় সব প্রেম
তবে আসিস, দিয়ে দিব সব উজার করে
থাকবে না আর হেম।
তুই কি আমার শাহজাহান ? নবাব সিরাজউদৌল্লা !
তবে, আমিই তোর মমতাজ আর বেগম লুৎফুন্নেসা ।
তুই কি আমার নিশাকালের গভীর নিশারাতি ?
তবে, আমিই তোর সুখ ,টিয়া আর ময়না তোতাপাখি।
আমি তোর বীণা, তুই আমার সুর
চল তবে দু'জন মিলে, চল বহুদূর।
হঠাৎ শহরের মাঝরাস্তার গলিতে
তোর ওই নজরকাড়া চোখের চাহনিতে
আমি পাগল, আমি শেষ
তোর ওই মিষ্টি হাসির পাগলামিতে ।
কত ভালবাসি তোকে
বোঝাবো কি করে!
সব আশা রয়ে গেছে
এই রিদয়ে।
কল্পনা তুই আমার কল্পনা।।
লেখক: সাবরিন টুম্পা